সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপির টহল দল বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চাল, সানগ্লাস, কিশমিশ, কসমেটিক্স, চকলেট, মেহেদি, জিলেট গার্ড ব্লেড, হেয়ার অয়েল, সাবান ও মাদকদ্রব্য ফেনসিডিল জব্দ করে। জব্দ করা পণ্যের মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ১২ হাজার ৮৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।