শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে ড. সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ ইস্যু নিয়ে বিবৃতি দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রেস বিজ্ঞপ্তিতে জামিল আহমেদ ‘অসত্য ও মনগড়া তথ্য’ দিয়েছেন বলে দাবি করেছে মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বক্তব্যে এ দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্রে পদত্যাগের কোনো কারণ উল্লেখ না করলেও পরবর্তীতে একটি প্রেস বিজ্ঞপ্তিতে কিছু কারণ উল্লেখ করেন। মন্ত্রণালয় জানায়, জামিল আহমেদের উল্লিখিত কারণগুলোর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ও অর্থ বিভাগের প্রতি কিছু অসত্য, বিভ্রান্তিকর তথ্য ব্যবহৃত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার বিষয়েও অসত্য, মনগড়া ও ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য রয়েছে।
ড. সৈয়দ জামিল আহমেদ কর্তৃক উত্থাপিত অসত্য অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রকৃত সত্য তুলে ধরতে প্রয়োজনীয় ব্যাখ্যা দেন সংস্কৃতি মন্ত্রণালয়।