রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জুয়েলারি ব্যবসায়ীরা। গতকাল ছিনতাইয়ের ঘটনাস্থলে প্রথমে মানববন্ধন করেন তারা। পরে বনশ্রীর মূল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের অনুরোধ করে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। বিক্ষুব্ধ জুয়েলারি মালিক সমিতির দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, নিরাপত্তা জোরদার করতে হবে। ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার ও জুয়েলারি ব্যবসায় বিশেষ নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান তারা।
সবুজবাগ, খিলগাঁও ও রামপুরা থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সভাপতি মো. ইয়াকুব বলেন, তিনটা মোটরসাইকেলে করে এসে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজ আছে। ভিডিও প্রচার হয়েছে। সেখানে তিনটা মোটরসাইকেলের নম্বর প্লেট আছে। ৬/৭ জন সন্ত্রাসীর মধ্যে একজনকে মুখোশ ছাড়া দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করলেই অপরাধীদের খুঁজে বের করা সম্ভব, কারা ঘটনার সঙ্গে জড়িত।
তিনি অভিযোগ করে বলেন, সবুজবাগ, খিলগাঁও ও রামপুরা থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির যুগ্ম সম্পাদক ভুক্তভোগী আনোয়ার হোসেন। তিনি কিছুদিন আগে আমাকে বলেছিলেন সন্ত্রাসীরা চাঁদা চায়! কী করব এখন। বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। কিছু টাকাও তিনি দিয়েছিলেন।
এ স্বর্ণ ব্যবসায়ী নেতা বলেন, আমার মনে হয় ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ারের কাছে চাঁদা দাবি করা নম্বরগুলো ধরে তদন্ত করলে অনেক কিছু বের হবে। কারা হুমকি দিয়েছিল, টাকা নিয়েছিল বের করা হোক।
তিনি প্রশ্ন তুলে বলেন, এই এলাকায় নিরাপত্তার স্বার্থে রাত ১১টার মধ্যে গেট বন্ধ করার কথা। অথচ কাল রাত সাড়ে ১০টার দিকে কেন গেট বন্ধ করা হয়েছিল? নিশ্চয় এখানে পূর্বপরিকল্পনার অংশ হিসেবে বাড়ির দারোয়ান জড়িত থাকতে পারে। বাড়িওয়ালাও দায় এড়াতে পারেন না।