গাজীপুরের শ্রীপুরে জুলাই যোদ্ধাদের তালিকা সংশোধনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী।
বিক্ষোভকারীরা জানান, শ্রীপুরে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে সেটি ত্রুটিপূর্ণ। প্রকৃত আন্দোলনকারীদের বাদ দিয়ে তালিকায় এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা জুলাই আন্দোলনের সময় মাঠে ছিলেন না। কেউ কেউ এমনকি আন্দোলনে অংশ না নিয়েও তালিকায় জায়গা পেয়েছেন বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া নিলয় মৃধা বলেন, ‘৪২ জনের তালিকায় অনেক ভুয়া নাম রয়েছে। আমরা চাই যাচাই-বাছাই করে প্রকৃত জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হোক এবং অবিলম্বে এই তালিকা সংশোধন করা হোক।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ‘জুলাই যোদ্ধাদের তালিকা সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধান করার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়। প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’
বিডি প্রতিদিন/জামশেদ