বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না করানো পর্যন্ত নগর ভবনের তালা খোলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার কর্মী সমর্থকরা।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে নগর ভবনের প্রধান ফটকে আয়োজিত ‘অবস্থান কর্মসূচি’ থেকে তারা এ ঘোষণা দেন।
তবে নগর ভবনের তালা বন্ধ থাকলেও পরিচ্ছন্নতা বিভাগসহ নাগরিক সেবা সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও সাবেক সচিব মশিউর রহমান।
তিনি বলেন, সিটি করপোরেশনের জরুরি সেবার কাজটি চলমান থাকবে। এই বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা তাদের মালামাল নিতে পারবেন। শহরে ময়লা আবর্জনার যেন কোনও স্তূপ না হয়, সাধারণ নাগরিকদের যেন কোনও ধরনের ভোগান্তি না পোহাতে হয়, তার জন্য এই সেবা চালু থাকবে।
মশিউর রহমান বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হলে আমরা আবারও কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামবো। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়রের পদে বসাবে।
উল্লেখ্য, ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে এই আন্দোলন শুরু হয়। মঙ্গলবারও বেলা ১১টা থেকে নগর ভবনের বাইরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থক ও দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের একটি বড় অংশ।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র করার দাবি টানা সপ্তাহ খানেকের বেশি সময় ধরে নগরভবনে তালা ঝুলিয়ে রেখেছে ইশরাকের সমর্থকরা। ফলে নগর ভবনকেন্দ্রিক সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়।
বিডি প্রতিদিন/মুসা