রাজধানীর ডেমরা স্টাফ-কোয়ার্টারে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ন্ত্রণে এনেছে।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
তিনি বলেন, ডেমরা স্টাফ-কোয়ার্টারে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ২টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ