বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজি) যৌথ আয়োজনে রংপুর বিভাগের সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুরের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান।
বিডি প্রতিদিন/হিমেল