চট্টগ্রামে পৃথক তিন ঘটনায় চার জন খুন হয়েছেন। ঈদের ছুটি চলাকালে চট্টগ্রাম নগরী এবং জেলার বিভিন্ন এলাকায় ঘটনাগুলো সংগঠিত হয়। রবিবার গভীর রাতে নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় ব্রাশ ফায়ারে দুই জন নিহত এবং আহত হয়েছেন দুই জন। নিহতরা হলেন- বখতেয়ার হোসেন মানিক এবং মো আব্দুল্লাহ। বাকলিয়া থানার ওসি ইফতেখার উদ্দিন বলেন, ‘জোড়া খুনের ঘটনায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, তার স্ত্রী তামান্না শারমীনসহ মোট ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে মানিকের মা ফিরোজা বেগম। পুলিশ আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভ্ইুয়া বলেন, ‘মঙ্গলবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে খুন হয়েছেন নুরুল ইসলাম বকুল নামে এক ব্যক্তি খুন হয়েছেন।’
নগরীর আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার উত্তর কাট্টলীতে জায়গার সীশানা রিমাপকে ঘিরে শ্যামল চৌধুরী সাথে ঝাগড়া হয় প্রতিবেশীর। এতে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন। নিহতের পরিবার হত্যার অভিযোগ করলেও তার শরীরে কোন আঘাতের চিহ্নিত নেই। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।’
বিডি প্রতিদিন/এএম