পাকিস্তানের বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। পাকিস্তানি পতাকাবাহী এমভি সিবি নামের জাহাজটি বুধবার বিকালে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভিড়েছে। সরকারি পর্যায়ে এ চাল আমদানি করা হয়েছে।
খাদ্য অধিদফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্ষী চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হচ্ছে। এই চালানের প্রথম ধাপে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে এমভি সিবি নামের একটি জাহাজ। চুক্তির বাকি চাল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে ১০ মার্চ।
তিনি আর জানান, চালের নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর খালাস প্রক্রিয়া শুরু হবে।
বিডি প্রতিদিন/নাজিম