ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইংলেট বলেছেন, ফিলিপাইনের টেকনিক্যাল সেক্টর বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, মেডিকেল যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে। বিশ্বব্যাপী পরিবেশবান্ধব যানবাহন এবং নবায়নযোগ্য জ্বালানির চাহিদা নিরসনে বাংলাদেশ ফিলিপাইনের সাথে কাজ করতে পারে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বলেন, ফিলিপাইনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও অর্থনৈতিক ক্ষেত্রে এই সম্পর্ক এখনো উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছায়নি। তাই অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে ফিলিপাইন দূতাবাস কাজ করছে। একইসাথে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে ফিলিপাইন-বাংলাদেশ চেম্বারের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িদের সম্পর্ক উন্নয়নে গুরত্ব দিতে হবে।
চট্টগ্রাম চেম্বারের প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ফিলিপাইনের অনারারি কনসাল এম. এ. আউয়াল, চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, লুব-রেফ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, ট্রাস্টেড শিপিং লাইন্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াহিদ আলম, ইস্টার্ন লজিস্টিকস এর পরিচালক শাফায়েত আলম, বিএসআরএম গ্রুপের ইমরান শেখ ও মোহাম্মদ মনির হোসেন বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশস্থ ফিলিপাইন দূতাবাসের ভাইস কনসাল লিন আর. গুতেরেস প্রশাসনিক কর্মকর্তা আর্থার এল. ব্লাস, ইস্টার্ন লজিস্টিকস এর চেয়ারম্যান মো. শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ