ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রামের ২৭তম ব্যাচ এবং মাদারীপুরের ১৬তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষ হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) চট্টগ্রাম ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।
অন্যদের মধ্যে কমডোর মো. শফিউল বারী, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌ. মোহাম্মদ শহিদ উল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দেশের সামরিক বেবসামরিক ব্যক্তিবর্গ, দেশী ও বিদেশী জাহাজ মালিক, এজেন্টদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাইলস্টোন কলেজে নিহতদের প্রতি শোক জানিয়ে বলেন, ‘এই ইন্সটিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত রেটিংগণের মধ্যে হতে বহু সংখ্যক নাবিক কমপিটেন্সী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাপ্টেন, চীফ ইঞ্জিনিয়ার, চীফ অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, থার্ড ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে দক্ষতার সাথে চাকুরী করে আসছেন। ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণের গুনগতমান বজায় রাখার বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সাথে দেখছে।’
বিডি প্রতিদিন/নাজমুল