ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ৩ মে থেকে শুরু হবে।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্ব (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও রিটেইক) পরীক্ষা-২০২৩ সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।
প্রকাশিত সূচি অনুযায়ী ৩ মে থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা-
১. উল্লিখিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
২. পরীক্ষার্থীরা তাঁদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন।
৩. প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে তাঁর পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবেন। কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৪. কক্ষ পর্যবেক্ষকেরা অবশ্যই পরীক্ষার্থীদের ভরাটকৃত OMR যাচাই পূর্বক স্বাক্ষর করবেন।
৫. মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।
৬. প্রত্যেক পরীক্ষার্থী কেবল প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন না।
৭. কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন সঙ্গে রাখতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মুঠোফোন আনতে পারবেন না।
৮. পরীক্ষা অনুষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
৯. পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের এ ওয়েবসাইট পাওয়া যাবে। পরীক্ষা চলাকালীন অন্তত দুবার (সকাল ও বিকেল) উল্লিখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ডাকযোগে পরীক্ষাসংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রেরণ করা হবে না।
এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষার ১৪৯টি কেন্দ্রসংবলিত তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ