সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশুদের ধর্ষণের প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর রাজু ভাস্কর্য থেকে শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়।
ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় এই কর্মসূচি পরিচালিত হয়।
মিছিলে সভাপতি আরমানুল হক বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা নারীদের ঘরে বন্দী রাখতে চান, ভয়-ভীতি প্রদর্শন করতে চান, তারা পতিত স্বৈরাচারের দোসর। নারীদের তারা ভয় পায় কারণ এই নারীরাই সারাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, পরিবার আর সমাজের শত বাধা অতিক্রম করে তারা রাজপথে ছিল।
ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক নুসরাত হক বলেন, নারী ভিক্টিমদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে, সারাদেশে নারী পুলিশ নিযুক্ত করতে হবে যারা নারীদের বিষয়াবলি সম্পাদন করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাকিবুর রনি বলেন, আমরা যে সুন্দর নিরাপদ বাংলাদেশের জন্য জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছিলাম, আজকে তার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। আগে যেমন আমাদের ন্যায্য দাবি আদায় করতে রাস্তায় দাঁড়াতে হতো, এখনও আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমাদের জীবনের গুণগত পরিবর্তন হয়নি। আমাদের স্বপ্নগুলো আবারও বেহাত হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সীমা আক্তার বলেন, আমাদের নারীদের নিরাপত্তা কোথায়? কখন আমরা নির্ভয়ে থাকতে পারব? লীগের আমলেও আমাদের ধর্ষণের শিকার হতে হয়েছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রূপক রায়, শ্রীধাম শীল, ঢাকা মহানগর কমিটির সভাপতি আল আমিন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সজীব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত