জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
মৃত শিক্ষার্থীর নাম হাবিব রিয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় নিজ গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে বিষপান করেন তিনি।
সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল কুমার আচার্য বলেন, আমি গতকাল রাতে শুনেছি সে মারা গেছে। এরপর কয়েকবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কাউকে পাওয়া যায়নি। হাবিব বিভাগ থেকে তিনবার পুনঃভর্তি হয়ে ঝরে পড়েছে। এরপর আর আমাদের সঙ্গে কখনো যোগাযোগ করেনি। এ হতাশা থেকেও সে আত্মহত্যা করতে পারে। আবার অন্য কারণেও হতে পারে।
তিনি আরও বলেন, তার এমন আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের সঙ্গে কথা বললে আত্মহত্যার মূল কারণটা জানতে পারব।
হাবিবের সহপাঠী গাইবান্ধা জেলার শিক্ষার্থী রিফাত রহমান বলেন, হাবিব রিয়াদ শুরু থেকে ভালো শিক্ষার্থী ছিল। এমনকি নিয়মিত নামাজও পড়ত। কিন্তু করোনার পর থেকে সে কেমন জানি হয়ে যায়। তখন থেকে আমাদের সঙ্গে আগের মতো আর কথাবার্তা বলত না, একা একা থাকত।
তিনি আরও বলেন, এক-দেড় বছর আগে হাবিব ক্যাম্পাস ছেড়েছে। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া ছেড়ে দেন এবং গ্রামে ফিরে যান। এরপর থেকে তার বিভাগের কারো সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি নিজ জেলার শিক্ষার্থীদের সঙ্গেও তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিডি প্রতিদিন/নাজিম