বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত শহীদ হাসানের (২০) গায়েবানা জানাজা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ক্যাম্পাসে গায়েবানা জানাজা পড়েন তারা। এসময় শহীদ হাসানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন শিক্ষার্থীরা। জানাজা শেষে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে উপদেষ্টাদের কাছে আহ্বান জানান তারা।
শিক্ষার্থীরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল গণহত্যাকারীদের নিষিদ্ধ করা। হতাহতদের পুনর্বাসন ও সু চিকিৎসার ব্যবস্থা করা এবং বিপ্লবীদের স্বীকৃতি দেওয়া। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এর কিছুই করেনি। যারা হাজার হাজার শিক্ষার্থীকে হত্যা করেছে, তাদেরকে নিষিদ্ধ না করা মানে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। তাই আমরা চাই, অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।
বিডি প্রতিদিন/আশিক