জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিষয়ক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ উঠেছে। একই সেটের বহুনির্বাচনী প্রশ্নপত্রে (এমসিকিউ) নিয়ম অনুযায়ী ৮০টি প্রশ্ন থাকার কথা থাকলেও উল্লেখ ছিল ৭৮টি। আবার কিছু প্রশ্নপত্রে একই প্রশ্নের অপশন দু’বার করে উল্লেখ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, খুবই অল্পসংখ্যক প্রশ্নপত্রে এমন হয়েছে। এগুলো শনাক্তের পর তাৎক্ষণিকভাবে তা ঠিক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা শেষে প্রশ্নপত্রে এমন ত্রুটির কথা জানান একাধিক পরীক্ষার্থী।
তারা জানান, তৃতীয় শিফটের পরীক্ষায় গ্রিন কালার সেট ও ইয়েলো কালার সেটের প্রশ্নে এমন ত্রুটি হয়েছে। গ্রিন সেটের ৮০টি প্রশ্নের জায়গায় ছাপানো হয়েছে ৭৮টি। দুটি প্রশ্নের অপশন থাকলেও কোনও প্রশ্ন সেখানে ছিল না। ইয়েলো সেটের একই প্রশ্নে দু’বার করে অপশন পেয়েছেন বলে জানান তারা। চতুর্থ শিফটেও একই ত্রুটি এবং একটি প্রশ্নের অপশনে কোনও উত্তরই ছিল না বলে জানিয়েছেন তারা।
বগুড়া থেকে আগত পরীক্ষার্থী শিহাব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটে সপ্তম সেটে পরীক্ষা দিই। প্রশ্নপত্রে ছয়টি প্রশ্নে ত্রুটি দেখেছি। যেখানে কোনও কোনও ক্ষেত্রে প্রশ্ন আছে কিন্তু উত্তরের অপশন নাই, আবার অপশন আছে কিন্তু প্রশ্ন নাই। সেই ছয়টি প্রশ্নের কোনও উত্তর আমি লিখতে পারিনি। হলের দায়িত্বরত শিক্ষক আমাকে বলেছিলেন- এটা বিবেচনা করা হবে। কিন্তু আমি বুঝতেছি না যে এটা কীভাবে তারা বিবেচনায় নেবেন।
রংপুর জেলা থেকে আগত পরীক্ষার্থী সিয়াম হাসান বলেন, “তৃতীয় শিফটের প্রশ্নপত্রে ৮০টি প্রশ্নের পরিবর্তে আমরা ৭৮টি পেয়েছিলাম। এতে আমরা ঘাবড়ে যাই। পরে হলের দায়িত্বরত শিক্ষকদের জানানোর পর হোয়াইট বোর্ডে বাকি দুটি প্রশ্ন লিখে দেওয়া হয়।”
সাগর বিশ্বাস নামের এক পরীক্ষার্থী বলেন, “আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনে পরীক্ষা দিয়েছিলাম। সেখানে প্রশ্নপত্রে একটি প্রশ্নে একই অপশন দু’বার করে উল্লেখ করা ছিল। ফলে আমি সেই প্রশ্ন এড়িয়ে গেছি।”
কলা ও মানবিকী অনুষদে পরীক্ষায় দায়িত্বরত কয়েকজন শিক্ষক বলেন, তৃতীয় শিফটের পরীক্ষায় গ্রিন সেট প্রশ্নপত্রে দুটি প্রশ্ন ছিল না। পরে আমরা পাশের রুম থেকে ওই দুটি প্রশ্ন নিয়ে এসে বোর্ডে লিখে দিই। এর মধ্যে পরীক্ষার্থীরা ঘাবড়ে গিয়েছিল। প্রশ্নপত্র বেশ ত্রুটিপূর্ণ ছিল, যা মোটেও কাম্য নয়। কয়েকটি প্রশ্নে অপশন একাধিকবার উল্লেখ ছিল। কিন্তু কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের কাছে কোনও নির্দেশনাও আসেনি।
এ বিষয়ে গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক মাহবুব কবির বলেন, ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষার প্রশ্নপত্রে গ্রিন কালার সেটে কয়েকটি রুমে দুটি প্রশ্ন ছিল না। এটা আসলে ছাপার সমস্যা ছিল। পরে বিষয়টি জানতে পেরে আমাদের সহকর্মীরা যতদ্রুত সম্ভব বিষয়টি সমাধান করেন।
বিডি প্রতিদিন/একেএ