আগামী ২১ শে মে এর মধ্যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘোষণা দেন তিনি। এর আগে, ওইরাতে জাকসু নির্বাচন সংক্রান্ত পরিষদ পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, ঘোষিত সময়ের মধ্যে জাকসু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজ সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের তফসিল এপ্রিল মাসের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল