'সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার'-প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিবসটি উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. এছাক মিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, বিভিন্ন বিভাগের শিক্ষক ও আবাসিক হলের প্রভোস্টবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘শিক্ষা জাতির মেরুদন্ড, আর গ্রন্থাগার শিক্ষার মেরুদন্ড। তাই দেশ ও শিক্ষাকে এগিয়ে নিতে হলে গ্রন্থাগার ব্যবহারের কোনও বিকল্প নেই। আমাদের লাইব্রেরিতে যে রিসোর্স বা সুযোগসুবিধা রয়েছে তা সকল শিক্ষক-শিক্ষার্থী ব্যবহার করে জ্ঞানের ভান্ডারকে আরও প্রসারিত করতে পারবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ