জাকসু নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর, বটতলা, সিএসই ভবন সংলগ্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় জাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ন হাবীব হিরন বলেন, এ প্রশাসন ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে কোন রকম সংস্কার ছাড়া তারা জাকসু নির্বাচনের আয়োজন করছে। এখন পর্যন্ত আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা হয়নি। আওয়ামী লীগের দোসরদের ক্ষমতায় রেখে তারা জাকসু নির্বাচন করতে চাই। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই জাকসু নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করুন। নতুবা ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আমরা প্রশাসনকে প্রয়োজনীয় সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে চাই। সংস্কার কমিটি গঠন করে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংস্কার কাজ শেষ করার আহ্বান জানাই।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জরুরি সংস্কার কাজ করার বিষয়ে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত