সফলভাবে সমাপ্ত হলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব-২০২৫’। শনিবার এই বিভাগীয় বিতর্ক উৎসবের সমাপ্তি হয়।
‘যুক্তি দিয়ে সিক্ত হোক মুক্তির এই মুগ্ধ সময়’ স্লোগানে দুই দিনব্যাপী উৎসবটি চট্টগ্রাম বিভাগের তরুণ শিক্ষার্থীদের যুক্তিবাদী, সৃজনশীল এবং মেধাবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উৎসবে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংগঠক অংশগ্রহণ করেন।
গত ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের আয়োজনে ‘৬ষ্ঠ এনডিএফ বিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
উৎসবের প্রথম দিন, ২৪ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। উদ্বোধক ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম শোয়াইব।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসফিকুজ্জামান আখতার, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং ওয়ালমার্ট বাংলাদেশের পরিচালক মুনতাসিম বিল্লাহ।
উৎসবের দ্বিতীয় দিন, ২৫ জানুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লাহ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজি, এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান জুয়েল চৌধুরী এবং এনডিএফ বিডি’র মহাসচিব আশিকুর রহমান আকাশ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
উৎসবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধা, যুক্তি এবং প্রতিভার প্রকাশ ঘটিয়েছে। বাংলা বারোয়ারি বিতর্কে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের রাফিয়া বিনতে আলম। স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আবরার সাঈদ আহাদ। ইংরেজি পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ফারজানা আক্তার প্রথম হন। স্কুল পর্যায়ে চট্টগ্রাম ক্যান্টমেন্ট ইংলিশ স্কুলের আরিয়ান মোরশেদ প্রথম স্থান অর্জন করেন।
এ ছাড়া কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম তিনটি স্থান অর্জন করেন। স্কুল পর্যায়ে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ওয়াসিকুল ইসলাম লাবিব প্রথম হন। বিচারক প্যানেলে ছিলেন এনডিএফ বিডি’র কেন্দ্রীয় কমিটির রানা, রায়হান, দীপ্র, বিলকিস ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বিডি প্রতিদিন/এমআই