নবম-দশম শ্রেণির একটি পাঠ্য বইয়ে জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের শহীদ হওয়ার তারিখ ভুলসহ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির চেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি সরকারি প্রকাশনায়, জাতীয় পাঠ্য বইয়ে শহীদ আবু সাঈদের শহীদ হওয়ার তারিখ ভুলভাবে উল্লেখ করা হয়েছে, যা শহীদের প্রতি অবমাননার শামিল। এ ঘটনায় তারা দোষীদের শাস্তি এবং সংশোধনের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী রহমত আলী, মো. জহিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ, গত বছরের ১৬ জুলাই দুপুর ২টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ অন্তত ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন।
বিডি প্রতিদিন/হিমেল