অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হয়েছে খুলনার গাজী মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও তরুণ কবি নাবিল রহমানের কাব্যগ্রন্থ 'ও যেন আমার হয়'। বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা 'চারু সাহিত্যাঙ্গন প্রকাশনী'। শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে বইমেলায় প্রকাশনীটির ৪৮৮ নম্বর স্টল হতে বইটি সংগ্রহ করা যাবে।
'ও যেন আমার হয়' গ্রন্থটি কবির রচিত প্রথম কাব্যগ্রন্থ। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন হাসনাত সাইফুল।
কাব্যগ্রন্থ সম্পর্কে কবি জানান, 'ও যেন আমার হয়' শুধু একটি বই নয়; একটি স্বপ্নের নাম, একগুচ্ছ আবেগ-অনুভূতির ডাকনাম। ভালোবাসা হলো না পাওয়া অনুভূতি। পেয়ে গেলে ভালোবাসা সমানুপাতিক হারে হ্রাস পেতে থাকে। এ এক অদ্ভুত লীলাখেলা! পাওয়ার আকাঙ্খা এবং না পাওয়ার আক্ষেপ থেকেই জন্ম নিয়েছে 'ও যেন আমার হয়'। এই অনুভূতিগুলো যদি একজন পাঠকের হৃদয়কেও স্পর্শ করতে পারে তাহলে সেটাই আমার একান্ত সার্থকতা।