মেয়েদের ফুটবল বিশ্বকাপের পরবর্তী আয়োজক ব্রাজিল। ২০২৭ সালে অনুষ্ঠিত হবে এ আসর। আরও আড়াই বছর বাকি আছে পরের বিশ্বকাপের। তবে এরই মধ্যে ফিফা ঠিক করে নিয়েছে ২০৩১ ও ২০৩৫ বিশ্বকাপের আয়োজক। ২০৩১ সালে যুক্তরাষ্ট্র এবং ২০৩৫ সালে যুক্তরাজ্য আয়োজন করবে মেয়েদের বিশ্বকাপ। এর আগে দুবার মেয়েদের বিশ্বকাপ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৯ ও ২০০৩ সালে। ১৯৯৯ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ জয় করে যুক্তরাষ্ট্রের মেয়েরা। অন্যদিকে যুক্তরাজ্য (ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলস) প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ আয়োজন করবে ২০৩৫ সালে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ইংলিশ মেয়েরা পরাজিত হয় স্পেনের কাছে।
২০৩১ ও ২০৩৫ বিশ্বকাপের আয়োজক ঠিক হলেও আগামী বছর ফিফা কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া বাকি আছে। অবশ্য এটা কেবলই আনুষ্ঠানিকতা। ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো গত বৃহস্পতিবার দুটি আয়োজন দেশের নাম ঘোষণা করেন।