দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী।
শুক্রবার বিকালে ঢাকা-৫ আসনের ৪৯ নম্বর ওয়ার্ডের ধলপুর ও গোলাপবাগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না, পরাজিত শক্তির সব চক্রান্তকে নস্যাৎ করে দেবে।
তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না। ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে চাই।
গণসংযোগে যাত্রাবাড়ী থানা বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        