কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পিকআপ চাপায় ব্যাটারি চালিত অটোরিক্সার ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকেলে মহাসড়কের উত্তর সহিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সুহিলপুর এলাকার সীরবত আলীর স্ত্রী লিপি বেগম (৫০), তার ছেলে  রিপন (২৬) ও জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের অটোচালক আক্তার মিয়া (৪০)। আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় লিপি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে সুহিলপুর থেকে  ব্রাহ্মণবাড়িয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপ দেয়। এ সময় বিকট শব্দ হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এবং পিকআপ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও এর  চালককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        