নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছে বিএনপি।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জুমার নামাজে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
লিফলেট বিতরণকালে খোরশেদ বলেন, আওয়ামী দুরশাসনে বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো ভেঙে পড়েছে। তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আপনাদের সহযোগিতা কামনা করেছেন। বিএনপি একটি বড় দল, এখানে এমপি হওয়ার মতো অনেক যোগ্য মানুষ আছে। আমরা ব্যক্তি নয়, দলের সিদ্ধান্ত মেনে নেব। আমরা ধানের শীষের পক্ষে থাকব।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        