বাংলাদেশ ছাড়াও আরেকটি দেশের অফিশিয়াল ভাষা বাংলা, সেটা জানাই ছিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের। আবার ভাষার জন্য শিশু অহিউল্লাহ শহীদ হয়েছিলেন সেটিও তার সহপাঠীদের অনেকের জানা ছিল না। বেশ অবাক হলেও এমন সব ইতিহাস ও তথ্য জেনে তারা দারুণ উচ্ছ্বসিত।
ভাষার মাসে শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটে আয়োজন করা ভাষার ইতিহাস প্রতিযোগিতা ও আলোচনা সভা।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরের উত্তর ইসলামপুর দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসায় এ আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। প্রতিযোগিতায় মাদ্রাসার শতাধিক ছাত্র ও ছাত্রী অংশ নেয়।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক লিখিত পরীক্ষায় ১০০ নম্বর পেয়ে প্রথম হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী তায়্যিবা আক্তার। এছাড়া প্রতিযোগিতায় যথাক্রমে দ্বিতীয় হয়েছে নবম শ্রেণির মো. হাবিবুর রহমান, তৃতীয় অষ্টম শ্রেণির শারমিন জাহান শায়ল ও চতুর্থ পঞ্চম শ্রেণির তানহা আক্তার।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাজ্য প্রবাসী ব্যাংক কর্মকর্তা গোলাম রব্বানী আলী, উত্তর ইসলামপুর দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি সোহেল আহমদ।
এমন আয়োজনে বার বার করার আহ্বান জানিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমানের বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক অজানা বিষয়ে জানার সুযোগ হয়েছে। এরকম ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়মিত করলে আমরা আরো বেশি বেশি জানতে পারব।’
পরীক্ষা শেষে পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন ব্যাংক কর্মকর্তা গোলাম রব্বানী আলী, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সোহেল আহমদ প্রমুখ।
এসময় গোলাম রব্বানী আলী বলেন,‘শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে এমন উদ্যোগ দারুণ কার্যকরী বলে আমার মনে হয়েছে। এরকম আয়োজন নিয়মিত করা দরকার।’
উত্তর ইসলামপুর দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সোহেল আহমদ বলেন, ‘বসুন্ধরা শুভ সংঘের নানা ধরনের মানবিক কাজের পাশাপাশি এসব ছোট ছোট সুন্দর উদ্যোগ আমার কাছে দারুণ লাগে। এর আগে তারা আমাদের উপজেলারই একটি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি গাছ লাগিয়েছিলেন। সেগুলো স্কুল ও স্থানীয়রা যত্ন নেন। তার মধ্যে ছয়টি গাছ টিকেছে এবং বড় হচ্ছে। এবার তারা ভাষা দিবসে দারুণ প্রতিযোগিতার আয়োজন করলেন। এটির মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয় আমরাও অনেক কিছু জানতে পেরেছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির সহ অর্থ সম্পাদক জিহাদ আলী, বসুন্ধরা শুভ সংঘের দপ্তর সম্পাদক ও স্থানীয় শিক্ষক মো. মেহদী হাসান, সাদ্দাম হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা