দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষকে সহযোগিতার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ যে মহৎ কাজগুলো করছে, এই কাজের জন্য আমি প্রথমেই তাদের অভিনন্দন জানাই। পাশাপাশি এই দারিদ্র্যপীড়িত গাইবান্ধা জেলার মানুষের জন্য আরো বেশি করে যেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এই আহবান জানাই। ঝরে পড়া শিশুদের মূলধারায় ফিরিয়ে আনতে তারা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে যেভাবে অভাবী পরিবারের সন্তানদের পাশে দাঁড়িয়েছে, তা আমরা যারা সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদের উদ্বুদ্ধ করেছে। ব্রহ্মপুত্রের ভাঙনকবলিত কামারজানির অসহায় নারীদের জন্য বিনা মূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন উপহার দেওয়ার বিষয়টি নতুন করে সমাজ ও দেশ গঠনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কাজ।
পুরুষের পাশাপাশি একজন নারী স্বাবলম্বী হলে সেই পরিবারটি ক্ষুধা ও দারিদ্র্যের ছোবল থেকে মুক্ত হতে পারে। শুধু সেলাই মেশিন নয়, নারীদের জন্য আরো উন্নয়নমূলক কাজ করলে গাইবান্ধাবাসী তা চিরকাল মনে রাখবে। বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘ মানুষের জন্য যেভাবে অবদান রাখছে, তা সত্যি অনুকরণীয়। আল্লাহপাক তাদের মঙ্গল করুন।