বিনা উদ্ভাবিত সরিষার উন্নত জাত বিনা সরিষা-৪, বিনা সরিষা-৯, বিনা সরিষা-১১, বিনা সরিষা-১২ এবং বারি সরিষা-১৪ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলার হিংগুলা, কনকাপৈতে বিনা উপকেন্দ্রের আয়োজনে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে মাঠ দিবস পালন করা হয়।
এতে বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত বিনা সরিষার জাতগুলোর জীবনকাল মাত্র ৮২-৮৬ দিন। এদের গড় ফলন প্রতি হেক্টরে ১ দশমিক ৮ থেকে ২.১ টন। সরিষা কাটার পর কৃষক একই মাঠে বোরো আবাদ করতে পারেন। এ সময় তারা লাভজনক বিনা সরিষা-৪, বিনা সরিষা-৭, বিনা সরিষা-৯, বিনা সরিষা-১১, বিনা সরিষা-১২ আবাদের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কৃষকরা বিনার উন্নত জাতের ভালো ফলন পেয়েছেন বলে জানান। তারা ভবিষ্যতে আরও বেশি পরিমাণ জমিতে চাষ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন। মাঠ দিবসে অর্ধশত কৃষক অংশগ্রহণ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ আইউব মাহমুদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহাবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, বিনা উপকেন্দ্র কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি, চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদ। উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্র কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা শামস-আল-মাহমুদ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক সহকারী মো. আরিফ হোসেন।
বিডি প্রতিদিন/এমআই