প্রতিশ্রুতি অনুযায়ী ‘ওপেনএআই’ তাদের সর্বশেষ ০৩-মিনি এআই মডেলটি সকল চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেছে, যার মধ্যে ফ্রি ব্যবহারকারীরাও রয়েছেন। নতুন এআই মডেল- বিশেষত গণিত, প্রোগ্রামিং এবং বিজ্ঞানের ক্ষেত্রে উন্নত যুক্তি (reasoning) প্রদর্শন করতে সক্ষম।
ওপেনএআই জানায়, ০৩-মিনি এআই মডেল সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করছে। যা আগের ০১-মিনি মডেলের তুলনায় ২৪ শতাংশ দ্রুত সাড়া দেয়। পরীক্ষকদের মতে, ০৩-মিনি এর উত্তরগুলো ০১-মিনি এর তুলনায় ৫৬ শতাংশ বেশি পছন্দনীয় এবং এতে ৩৯ শতাংশ কম ভুল থাকে। যেমনটি ০১-মিনি-তে দেখা গিয়েছিল, এই মডেলও তার বিশ্লেষণ বা চিন্তাভাবনার প্রক্রিয়াটি প্রতিক্রিয়ার ওপরে দেখাবে, যাতে ব্যবহারকারীরা তার যুক্তিগুলো যাচাই করতে পারেন। প্রয়োজনে ওয়েব সার্চের সঙ্গে যুক্তি বিশ্লেষণ মিলিয়ে নেওয়া সম্ভব, যদিও এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
‘ডিপসিক’ নিয়ে ‘ওপেনএআই’-এর প্রতিক্রিয়া
নতুন এই মডেলটি এমন এক সময় এলো, যখন চীনের ‘ডিপসিক’ ফ্রি এআই মডেল সারা বিশ্বে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে, এমনকি এর গতি ও নির্ভুলতা লাখ লাখ ব্যবহারকারীকে আকৃষ্ট করেছে। তাই ওপেনএআই এই নতুন আপগ্রেডের মাধ্যমে আবারও ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে চাইছে। ফ্রি ব্যবহারকারীরা টেক্সট ইনপুট বক্সে থাকা ‘Reason’ বোতামে ক্লিক করে ০৩-মিনি মডেল ব্যবহার করতে পারবেন। যদিও ওপেনএআই এখনো এর ব্যবহারসীমা নির্দিষ্ট করেনি, তবে অনুমান করা হচ্ছে এটি GPT-4o-এর সীমাবদ্ধতার অনুরূপ হবে।
নিরাপত্তা উন্নয়ন ও যাচাইবাছাই
ওপেনএআই জানিয়েছে যে, ০৩-মিনি মডেলটি নিরাপত্তা পর্যালোচনায় GPT-4o-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত। এটি অনিরাপদ ব্যবহারের মূল্যায়ন এবং ‘জেইলব্রেক’ প্রচেষ্টাগুলো আটকানোর ক্ষেত্রে আরও কার্যকরী। অর্থাৎ ব্যবহারকারীরা এখন আরও উন্নত এবং যুক্তিভিত্তিক এআই অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
তথ্যসূত্র : টেকরাডার