ছবিটি হাবল টেলিস্কোপের তোলা। কিন্তু এটি দেখতে কোনো সাধারণ নেবুলা, তারা গুচ্ছ বা গ্যালাক্সি গুচ্ছের ছবির মতো নয়। এটি মূলত একটি স্পাইরাল গ্যালাক্সি, নাম UGC 10043। আমরা একে সরাসরি পাশ থেকে দেখছি! পৃথিবী থেকে প্রায় ১৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে, যা ‘সের্পেনস’ নক্ষত্রমন্ডলে অবস্থিত। এটি অপেক্ষাকৃত একটি বিরল স্পাইরাল গ্যালাক্সি; যা মূলত পাশ থেকেই দেখা যায়। তথ্যসূত্র : নাসা