বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা সোমবার সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে কারিগরি সমস্যার মুখোমুখি হন। অনেকেই এক্সে প্রবেশ করতে পারেননি, আবার কেউ কেউ লগইন করতে পারলেও বিভিন্ন ফিচার স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারেননি।
ব্যবহারকারীদের এই ভোগান্তির মধ্যেই ইলন মাস্ক নিজেই এক্সে একটি পোস্ট দিয়ে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে (এখনও হচ্ছে)।’ তবে, প্রযুক্তিগত বিভ্রাটের মধ্যেও কিছু সময়ের জন্য এক্স ব্যবহার করা সম্ভব হয়েছে বলে জানান অনেক ব্যবহারকারী।
সাইবার হামলা নাকি অন্য কিছু?
যদিও ইলন মাস্ক সরাসরি এটি সাইবার হামলা বলে দাবি করেছেন, কিন্তু তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি। এর আগে, ২০২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের সময়ে এক্সে একই ধরনের সমস্যা হয়েছিল।
সেই সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার চলাকালে কারিগরি ত্রুটির কারণে সেটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট দেরিতে শুরু হয়। তখনও ইলন মাস্ক সাইবার আক্রমণকেই এর জন্য দায়ী করেছিলেন।
বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ
সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এক্সের সার্ভার ও পরিচালনা ব্যবস্থা পর্যালোচনা না করে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে দীর্ঘ সময় ধরে সমস্যার স্থায়িত্ব দেখে অনেকেই সাইবার হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
তবে, এটি সাইবার হামলা, নাকি প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ কারিগরি ত্রুটি, সেটি নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ইলন মাস্ক বা এক্সের পক্ষ থেকেও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল