লাইভ ভিডিও সংরক্ষণের নীতিতে বড় পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক। ব্যবহারকারীদের লাইভ ভিডিওগুলো ফেসবুক আর অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করবে না। পোস্ট হওয়ার ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে সেগুলো মুছে যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেক পোর্টাল।
আগে ফেসবুকে লাইভ ভিডিও স্থায়ীভাবে সংরক্ষিত থাকত, যতক্ষণ না ব্যবহারকারী নিজে সেগুলো মুছে ফেলতেন। সেই নীতিতে এখন বড় পরিবর্তন আনলো প্ল্যাটফর্মটি। ফেসবুকের মূল কোম্পানি মেটা এক ব্লগ পোস্টে বলেছে, তাদের এ নতুন নিয়ম গত ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
১৯ তারিখের আগে পোস্ট করা বিভিন্ন লাইভ ভিডিওর মধ্যে যেগুলো ৩০ দিনের বেশি পুরোনো সেগুলোও ফেসবুক থেকে সরিয়ে দেবে মেটা। তবে ইমেইল ও ‘ইন অ্যাপ’ পপ আপের মাধ্যমে ব্যবহারকারীদের সেটা জানাবে কোম্পানিটি, যাতে নিজেদের বিভিন্ন লাইভ ভিডিও সংরক্ষণ করার ব্যবস্থা নিতে পারেন তারা। আগামী কয়েক মাসের মধ্যে পুরানো বিভিন্ন লাইভ ভিডিও মুছে ফেলবে মেটা। পুরানো কনটেন্ট ডাউনলোড বা সরিয়ে নেওয়ার জন্য ৯০ দিন সময় পাবেন ব্যবহারকারীরা। চাইলে এসব ভিডিও নিজেদের ডিভাইসে ‘ডাউনলোড’-এর পাশাপাশি গুগল ড্রাইভ বা ড্রপবক্স-এর মত ক্লাউড স্টোরেজেও রাখা যাবে।
ব্যবহারকারীদের জন্য আরও একটি বিকল্প রেখেছে ফেইসবুক। তাদের লাইভ ভিডিও রিলে রূপান্তর করে ফেলতে পারবেন। সেসব রিল ফেসবুকে শেয়ার করা যাবে এবং ব্যবহারকারীর প্রোফাইলেও দেখা যাবে। এছাড়াও, মেটা নতুন কিছু টুলও চালু করেছে, যা লাইভ ভিডিও সংরক্ষণে ব্যবহারকারীদের সাহায্য করবে। এজন্য নিজেদের প্রোফাইল বা পেইজের ‘ভিডিও’ বা ‘লাইভ’ ট্যাবে গিয়ে নির্দিষ্ট ভিডিও নির্বাচন করে ‘ডাউনলোড ভিডিও’ অপশন ব্যবহার করে তা ডাউনলোড করতে পারবেন।
এছাড়া ব্যবহারকারীরা ‘অ্যাক্টিভিটি লগ’-এর মাধ্যমে একসঙ্গে একাধিক ভিডিও ডাউনলোড করার সুযোগ পাবেন। সেখানে নির্দিষ্ট তারিখের সীমা ঠিক করে দিয়ে সব ভিডিও সরাসরি ডিভাইস বা কম্পিউটারে সংরক্ষণ করা যাবে। শর্ট ভিডিওর ব্যবসা বাড়ানোর পরিকল্পনা থেকে মেটা এমন পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে টেকপোর্টাল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ