চলতি মাসে নতুন পণ্য উন্মোচনের গুঞ্জনের অবসান ঘটালেন অ্যাপল সিইও টিম কুক। তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার একটি নতুন ডিভাইস উন্মোচন করবে অ্যাপল। প্রযুক্তি বিশ্বে ধারণা করা হচ্ছে, এটি হতে পারে আইফোন এসই ৪, যা হবে অ্যাপলের সাশ্রয়ী সংস্করণের নতুন স্মার্টফোন।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কুক লিখেছেন, ‘পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য প্রস্তুত হোন। বুধবার, ১৯ ফেব্রুয়ারি।’ পোস্টের সঙ্গে একটি রূপালি রঙের অ্যাপল লোগোর মোশন গ্রাফিকস-ও শেয়ার করেছেন তিনি।
নতুন ডিভাইস কি হতে পারে আইফোন এসই ৪?
আগামী ১৯ ফেব্রুয়ারি অ্যাপল কোন ডিভাইস উন্মোচন করবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিভিন্ন সূত্রের মতে, নতুন আইফোন এসই ৪ বাজারে আনতে পারে অ্যাপল।
২০২২ সালে উন্মোচিত হয়েছিল আইফোন এসই সিরিজের সর্বশেষ সংস্করণ, আইফোন এসই ৩। বাজার বিশ্লেষকদের মতে, সেই মডেলের স্টক এখন কমে এসেছে, যা নতুন এসই ৪-এর উন্মোচনের ইঙ্গিত দেয়।
আইফোন এসই ৪-এর সম্ভাব্য ফিচার
- অ্যাপল ইনটেলিজেন্স (এআই) প্রযুক্তির সংযোজন
- আইফোন ১৬ সিরিজের এ১৮ চিপ
- পূর্বের ৪.৭ ইঞ্চির পরিবর্তে ৬.১ ইঞ্চি স্ক্রিন
- টাচ আইডির পরিবর্তে ফেস আইডি
- পিছনে একটি ক্যামেরা, নতুন ম্যাট ব্ল্যাক কালার অপশন
- ইউএসবি-সি পোর্ট, যা ইউরোপীয় বাজারে আইফোন বিক্রির বাধা দূর করবে
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আইফোন এসই ৪-এর ডিজাইন হতে পারে আইফোন ১৪-এর মতো। ফলে একটি বড় স্ক্রিন ও উন্নত ডিজাইন পাওয়া যাবে।
নাম বদলে হতে পারে ‘আইফোন ১৬ই’
চলতি বছরের শুরুতে জানা যায়, অ্যাপল তার সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম পরিবর্তন করতে পারে। এটি আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে "আইফোন ১৬ই" নামে বাজারে আসতে পারে।
গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে প্রযুক্তি বিশ্লেষক ফিক্সড ফোকাস ডিজিটালও এই তথ্য প্রকাশ করেছিলেন।
নতুন ম্যাকবুক এয়ারও আসতে পারে
এ ছাড়া, এম৪ চিপযুক্ত নতুন ম্যাকবুক এয়ারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ম্যাকওএস ১৫.১ সিকোইয়া অপারেটিং সিস্টেমের এক নথিতে এ তথ্য জানা গেছে।
নতুন ম্যাকবুক এয়ার ১৯ ফেব্রুয়ারি বা পরবর্তীতে উন্মোচিত হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল ও দ্য ভার্জ
বিডি প্রতিদিন/আশিক