টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করেছে। গত সোমবার চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব পাঠান ইলন মাস্কের নেতৃত্বাধীন একদল বিনিয়োগকারী। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।
অল্টম্যান শুধু প্রস্তাব প্রত্যাখ্যান করেই থেমে থাকেননি, উল্টো মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স কেনার প্রস্তাব দেন। তিনি বলেন, "সম্ভবত তার পুরো জীবনই হীনমন্যতার মধ্যে কাটছে। আমি তার জন্য সহানুভূতি প্রকাশ করি। আমি মনে করি না তিনি সুখী মানুষ।"
এক সাক্ষাৎকারে ব্লুমবার্গকে অল্টম্যান আরও বলেন, "ওপেনএআই বিক্রি হচ্ছে না। আমাদের লক্ষ্যও বিক্রি হচ্ছে না।"
মাস্কের প্রস্তাবকে কটাক্ষ করে অল্টম্যান বলেন, "আমি চাই, তিনি শুধু একটা ভালো পণ্য বানিয়ে প্রতিযোগিতা করুক। কিন্তু এখন মনে হচ্ছে, এখানে অনেক কৌশল, মামলা ও নানা অদ্ভুত ঘটনা ঘটছে।"
মাস্কের প্রস্তাবের বিষয়ে ওপেনএআই কতটা গুরুত্ব দিচ্ছে? এ প্রশ্নের উত্তরে অল্টম্যান বলেন, "তেমন না।"
মাস্ক বনাম ওপেনএআই: পুরোনো দ্বন্দ্ব
২০১৫ সালে একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। তবে ২০১৮ সালে পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান মাস্ক এবং এরপর থেকেই কোম্পানির সঙ্গে দ্বন্দ্বে জড়ান।
২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার একটি রাজ্য আদালতে এবং পরে কেন্দ্রীয় আদালতে ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করেন মাস্ক। তার অভিযোগ, "যে অলাভজনক উদ্দেশ্যে ওপেনএআই প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।"
বিশেষজ্ঞদের মতে, এই প্রতিদ্বন্দ্বিতা শুধু ব্যবসায়িক লড়াই নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়েও দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/আশিক