নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ২১ দাবি বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন।
শনিবার বেলা এগারটার দিকে জেলা শহরের ডিসি চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাবিগুলোর মধ্যে আরও আছে ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও দশম ওয়েজ বোর্ড গঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কোনো আর্থিক সুরক্ষা নেই। সাংবাদিকতা পেশা হিসেবে আজও পূর্ণ প্রতিষ্ঠা পায়নি। সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি নেই। এ সময় দ্রুত ২১ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন।
বিডিপ্রতিদিন/এমই