জশ হ্যাজেলউড ও নাথান এলিসদের অসাধারণ পেস আক্রমণের পর মিচেল মার্শ-ট্রাভিস হেডদের ঝড়ো ইনিংসে ভারতকে চার উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১০ বলে পাঁচ রান করে ফিরে গেছেন শুভমান গিল। ২০ রানে প্রথম উইকেট হারানো দলটি ৪৯ রানে হারায় পাঁচ উইকেট।
নাথান এলিসের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান দুই রান করা সাঞ্জু স্যামসন। এরপর একই ওভারে সূর্যকুমার যাদব (১) এবং তিলক ভার্মাকে (০) ফিরিয়ে দেন হ্যাজেলউড।
১২ বলে সাত রান করে সাজঘরের পথ ধরেন অক্ষর প্যাটেল। ষষ্ঠ উইকেট জুটিতে দলের রানের খাতায় ৫৬ রান যোগ করেন হার্শিত রানা ও অভিষেক। ভারতের ইনিংসে কেবল এই দুজনই দুই অঙ্কের রান পেয়েছেন।
৩৭ বলে ৬৮ রান করে ইনিংসের ১৯তম ওভারে ফিরে যান অভিষেক। এলিসের বলে এলবিডব্লিউ হন তিনি। ৩৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন হার্শিত। ১৮.৪ ওভারে ১২৫ রানে থামে ভারত। মাত্র ১৩ রান খরচায় তিনটি উইকেট নেন হ্যাজেলউড।
লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৫১ রান তোলে অস্ট্রেলিয়া। ১৫ বলে ২৮ রান করা ট্রাভিস হেডকে ফেরান বরুণ চক্রবর্তী। অধিনায়ক মিচেল মার্শ ফিরে যান ২৬ বলে ৪৬ রান করে। এরপর ২০ বলে ২০ রান করা জশ ইংলিশকে এলবিডব্লিউ করেন কুলদিপ যাদব।
সফল হননি টিম ডেভিড। দুই বলে এক রান করে বরুণ চক্রবর্তীর বলে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। শেষদিকে টানা দুই বলে ১০ বলে ১৪ রান করা মাইকেল ওয়েনকে এবং রানের খাতা খুলতে না পারা ম্যাথু শর্টকে ফেরান জসপ্রীত বুমরাহ।
ওয়েনের ক্যাচটি উইকেটের পেছন থেকে নেন স্যামসন। শর্টকে বোল্ড করেন তিনি। মার্কাস স্টইনিস ছয় বলে ছয় এবং জ্যাভিয়ের বার্টলেট শুন্য রানে অপরাজিত থেকে ৪০ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/কেএ