বাংলাদেশে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার ২০২৫ শুরু হয়েছে। দেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ
প্লে–৪র্থ শ্রেণি: জুনিয়র স্কুল
বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা
৫ম–৮ম শ্রেণি: মিডল স্কুল
বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা
৯ম–দ্বাদশ শ্রেণি: হাই স্কুল ও কলেজ
বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা
মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি, এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ ও সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
৩টি গ্রুপের ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফর্মার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবেন।
জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার।
মার্কস অলরাউন্ডার অনুষ্ঠিত হবে তিন ধাপে — আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে।
মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে :
৭ নভেম্বর ২০২৫
কুষ্টিয়া ও মেহেরপুর জেলা
ভেন্যু: কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া
দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা
ভেন্যু: কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজ, হাসপাতাল রোড, সদর, দিনাজপুর
ময়মনসিংহ সদরের একাংশ (আকুয়া, সানকিপাড়া, কলেজ রোড, কাছিজুলি, পুলিশ লাইন্স, নয়াপাড়া, মাসকান্দা, দিগারকান্দা ও সুতিয়াখালী), মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, ভালুকা এবং গফরগাঁও থানা
ভেন্যু: ময়মনসিংহ সরকারি কলেজ, আকুয়া, ময়মনসিংহ
৮ নভেম্বর ২০২৫
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা
ভেন্যু: ঝিনাইদহ নিউ একাডেমী স্কুল, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ
ময়মনসিংহ সদরের একাংশ (টাউন হল, কাচারি, চরপাড়া, ব্রিজ মোড়, গাংগিনাপাড়, পন্ডিত পাড়া, মেছোয়া বাজার, ছোট বাজার ও বড় বাজার), গৌরিপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া থানা
ভেন্যু: ময়মনসিংহ জিলা স্কুল, জিলা স্কুল রোড, ময়মনসিংহ
নীলফামারী ও পঞ্চগড় জেলা
ভেন্যু: নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, পি টি আই রোড, সদর, নীলফামারী
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
www.marksallrounder.com
যোগাযোগ (সকাল ৮টা–রাত ৮টা): 09614516171
বিডি প্রতিদিন