বিশ্ব ক্রিকেটে উইকেটরক্ষকের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। সেই ভূমিকায় নতুন ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের মালিক এখন তিনিই।
সাম্প্রতিক ম্যাচে বার্বাডোজ রয়্যালসের হয়ে মাঠে নেমে রাকিম কর্নওয়েলের একটি ক্যাচ নিয়ে রেকর্ডটি নিজের করে নেন ডি কক। এ ম্যাচে ব্যাট হাতে ৫৭ রান করলেও তার দল ৬ উইকেটে হেরে যায় অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকসের কাছে।
ব্যক্তিগত এই মাইলফলক অবশ্য ডি ককের জন্য বড় প্রাপ্তি। তিনি এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩১৮টি ডিসমিসালের মালিক। এর মধ্যে রয়েছে ২৬১টি ক্যাচ ও ৫৭টি স্ট্যাম্পিং। এই সংখ্যায় তিনি পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে, যাঁর ছিল ৩১৭ ডিসমিসাল (২২৫ ক্যাচ ও ৯২ স্ট্যাম্পিং)।
ডি কক ও ধোনি এতদিন যৌথভাবে শীর্ষে থাকলেও, এবার এককভাবে শীর্ষে উঠে এলেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক।
ধোনি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে এবং এখন কেবল আইপিএলে খেলেন। অন্যদিকে, ডি কক নিয়মিতই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন, ফলে তার ডিসমিসালের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এই তালিকার পরবর্তী নামগুলো হলেন- দিনেশ কার্তিক (২৮৮ ডিসমিসাল) কামরান আকমল (২৭৪ ডিসমিসাল), জস বাটলার (২৪২ ডিসমিসাল)।
বিডি প্রতিদিন/মুসা