পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর চার বছর পেরিয়ে গেছে। তবে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটের ধার যেন একটুও কমেনি। লম্বা সময় পর ক্রিকেটে ফিরেই পুরোনো রূপে দেখা দিলেন দক্ষিণ আফ্রিকান তারকা। খুনে ব্যাটিংয়ে ছক্কার ঝড় তুলে সেঞ্চুরি করলেন ৪১ বছর বয়সে।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টাইটান্স লিজেন্ডসের হয়ে বুলস লিজেন্ডসের বিপক্ষে ২৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। মাঠের সব প্রান্তে খেলার অসাধারণ সামর্থ্যের জন্য ‘মি. ৩৬০ ডিগ্রি’ বলে ডাকা হয় তাকে। মজার ব্যাপার হলো, তার এই ইনিংসের স্ট্রাইক রেটও ছিল ৩৬০! যেখানে ছিল না কোনো চার, ছক্কা মারেন ১৫টি।
‘ডট’ বল খেলেন মাত্র দুইটি। শর্ট বল পুল শটে ছক্কায় উড়িয়ে সেঞ্চুরি করার পরই মাঠ ছেড়ে যান তিনি। ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান করে টাইটান্স। জবাবে বুলস ১৪ ওভারে ৮ উইকেটে ১২৫ রান করার পর বৃষ্টিতে আর খেলা হয়নি।
২০২১ সালের অক্টোবরে আইপিএলে সবশেষ ম্যাচ খেলার পরের মাসে ক্রিকেটকে বিদায় জানান ডি ভিলিয়ার্স। তারপর এই প্রথম কোনো ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির (৩১ বল) বিশ্বরেকর্ডসহ আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে অনেক স্মরণীয় ইনিংস আছে তার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ