প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করল পিডব্লিউডি। গতকাল বসুন্ধরা গ্রুপ চ্যাম্পিয়নশিপ লিগে তারা ২-১ গোলে হারিয়েছে সিটি ক্লাবকে। ৩৭ মিনিটে আবু সাঈদের গোলে এগিয়ে যায় পিডব্লিউডি। ৮৬ মিনিটে আকাশ আলি ব্যবধান দ্বিগুণ করেন। এক মিনিট পর সিটির আফরোজ গোল করলেও হার এড়াতে পারেননি। এ জয়ে ১১ ম্যাচে ২৮ পয়েন্টে শীর্ষে রয়েছে এক সময় ক্রীড়াঙ্গনে আলোচিত অফিসপাড়ার এ দলটি। পুরোনো ঢাকার ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে হারায় উত্তর বারিধারাকে। আরেক ম্যাচে ঐতিহ্যবাহী ওয়ারি ক্লাব ১-১ গোলে ড্র করেছে বাফুফে ফুটবল এলিট একাডেমির সঙ্গে।