২০১৫-১৬ মৌসুমে প্রথম ও একমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে লেস্টার সিটি। এ সাফল্যের কারিগর ছিলেন লিগে সেবার ৩৬ ম্যাচ খেলে ২৪ গোল করা জেমি ভার্ডি। ২০১২ সালে যোগ দেওয়া এ তারকা দলটির সঙ্গে ১৩ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এবার। চলতি মৌসুম শেষে ইংলিশ ক্লাবটির জার্সিতে আর দেখা যাবে না তাদের একমাত্র লিগ শিরোপা জয়ের নায়ককে। ৩৮ বছর বয়সি ভার্ডির ক্লাব ছাড়ার বিষয়টি গতকাল নিশ্চিত করেছে লেস্টার।