ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা চার হারের পর পাঞ্জাব কিংসের বিপক্ষে জয়ে ফিরেছে সানরাইজ হায়দরাবাদ। গতকাল নিজেদের ঘরের মাঠে রাতের ম্যাচে অভিষেক শার্মার ঝোড়ো সেঞ্চুরিতে পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়েছে দলটি। তার এই সেঞ্চুরিটি আইপিএলের ইতিহাসে ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি। দ্রুততম সেঞ্চুরির তালিকায় এক নম্বরে রয়েছে ২০১৩ সালের ৩০ বলের ক্রিস গেইলের সেঞ্চুরি। এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৪৪ রানের জয় পেয়েছিল হায়দরাবাদ। পাঞ্জাবের ২৪৫ রানের জবাবে অভিষেক শার্মা ৫৫ বলে ১০ ছক্কা ও ১৪ চারে ১৪১ রানের ইনিংস খেলেন। ২৫৬.৩৬ স্ট্রাইকরেটে ব্যাট করা অভিষেক ১৯ বলে হাফসেঞ্চুরি এবং ৪০ বলে সেঞ্চুরি করেন। আরেক ওপেনার ট্রাভিস হেড করেন ৩৭ বলে ৬৬ রান। নয় বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। পাঞ্জাবের হয়ে আরশদ্বীপ ও চাহাল একটি করে উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান করে পাঞ্জাব। দলের হয়ে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৮২ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন।
এ ছাড়া প্রাভশিমরান ২৩ বলে ৪২, আরিয়া ১৩ বলে ৩৬ ও শেষের দিকে স্টয়নিস খেলেন ১১ বলে ৩৪ রানের ইনিংস। হার্সেল প্যাটেল নেন ৪টি উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেন হায়দরাবাদের জয়ের নায়ক অভিষেক শার্মা।