ফরাসি লিগ শিরোপা নিশ্চিত করল পিএসজি। তাও আবার ছয় রাউন্ড বাকি থাকতেই। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো এ শিরোপা জিতল ফরাসি দলটি। একপেশে ম্যাচে শনিবার অঁজের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দিয়েছেন দিজিরে দুয়ে। পয়েন্ট টেবিলে দলকে নিয়ে গেছেন সবার ধরাছোঁয়ার বাইরে। লিগে এ মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো। ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জিতল পিএসজি। ১০টির বেশি শিরোপা নেই আর কারও। এখন শুধুই নিয়মরক্ষার ছয়টি ম্যাচ খেলবে দলটি। এক যুগের বেশি সময় ধরে ফরাসি লিগ আঁতে দাপট দেখাচ্ছে প্যারিসের দলটি। সবশেষ ১৩ আসরের ১১টিতেই শিরোপা জিতেছে তারা। অঁজের বিপক্ষে পিএসজির ড্র করলেও চলত। কিন্তু ম্যাচে একের পর এক আক্রমণ করতে থাকে লুইস এনরিকের দল। জয়ের ব্যবধানটা মাত্র ১ গোলের হলেও পুরো ম্যাচে একচ্ছত্র দাপট ছিল পিএসজির।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিশ্চিত করে খুব স্বাভাবিকভাবেই খুশি পিএসজি কোচ লুইস এনরিক। তবে লিগের বাকি ম্যাচগুলোতে গা ছাড়া হতে চান না পিএসজি কোচ। তিনি বলেন, ‘আমরা এই মৌসুমে উঁচু মানে পৌঁছেছি। তবে এখনো কিছু ম্যাচ বাকি। আশা করছি অপরাজিত থেকেই মৌসুমটা শেষ করতে পারব। এখন এটাই আমাদের লক্ষ্য।’ শিরোপা জিতে যাওয়ায় অন্য প্রতিযোগিতায় আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন কোচ।