স্টেডিয়ামের প্রায় অর্ধেকটাজুড়ে সাদা-কালো জার্সিতে মুখরিত নিউক্যাসল সমর্থকদের এই স্মৃতি অনেক দিন হৃদয়ে থাকবে। ১৯৫৫ সালের এফএ কাপ জেতার পর ৭০ বছরের মধ্যে এটি নিউক্যাসলের প্রথম ইংল্যান্ডের ঘরোয়া কোনো শিরোপা জয়। সবশেষ ২০১৫ সালে প্রিমিয়ার লিগে ২-০ গোলে লিভারপুলকে হারায় নিউক্যাসল। গতকাল কারাবাও কাপের শিরোপা নির্ধারণীর ম্যাচের শুরু থেকেই লিভারপুলের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে সাদা-কালো জার্সির দল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের পর দিশাহারা ভাব কাটেনি লিভারপুলের। রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে ড্যান বার্ন ও আলেকজেন্ডার ইসাকের গোলে লিভারপুলকে ২-১ ব্যবধানে পরাজিত করে ৫৬ বছরের শিরোপা জিতল নিউক্যাসল। এডি হোয়ের দল দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবকে হতবাক করে দেয়। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বার্ন নিউক্যাসলকে এগিয়ে দেন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ইসাক। সব ধরনের প্রতিযোগিতায় এটি ইসাকের ২৭তম গোল। ম্যাচের শেষভাগে ফেডেরিকো চিয়েসা লিভারপুলের হয়ে এক গোল পরিশোধ করেছেন। কিন্তু ১৯৬৯ সালে ইন্টার-সিটিস ফেয়ার্স কাপের পর প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে নিউক্যাসলের শিরোপা জয়ে এ গোল বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এটি তাদের ইতিহাসে প্রথম লিগ কাপ খেতাব।
১৯৫৫ সালে এফএ কাপ জয়ের পর আবারও চ্যাম্পিয়নের ট্রফিটা জিতল উত্তর-পূর্ব ইংল্যান্ডের ক্লাবটি। আর তাতে এফএ কাপ চ্যাম্পিয়নস লিগের পর লিভারপুল সুযোগ হারালো লিগ কাপ থেকেও। এখন স্বপ্ন টিকে আছে প্রিমিয়ার লিগেই।