অসাধারণ একটি দিন পার করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সেন্ট কিটসের বেসেটেরেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার আশা জগিয়ে রেখেছেন নিগার সুলতানারা। একই দিন মালয়েশিয়ায় আলোকিত দিন পার করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সুমাইয়া আক্তার, আনিসা আক্তার সোবারা গতকাল সকালে স্কটল্যান্ডকে ১৭ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে। ‘ডি’ গ্রুপ থেকে টানা তিন জয়ে সুপার সিক্সে উঠেছে অস্ট্রেলিয়া। একই দিন ইংল্যান্ড ৮ উইকেটে যুক্তরাষ্ট্রকে, নিউজিল্যান্ড ৬৭ রানে সামোয়াকে, অস্ট্রেলিয়া ৮৩ রানে নেপালকে, আয়ারল্যান্ড ডিএল মেথডে ১৩ রানে পাকিস্তানকে এবং দক্ষিণ আফ্রিকা ডিএলএস মেথডে ৪১ রানে নাইজেরিয়াকে হারিয়েছে। হারলেও প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে অংশ নিয়ে সুপার সিক্সে উঠেছে নাইজেরিয়া। সুমাইয়া বাহিনী প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারায়। দ্বিতীয় ম্যাচে লড়াই করে ২ উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। নেপালের ৫২ রান টপকাতে ঘাম ঝরাতে হয়েছে সুমাইয়া বাহিনীকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেছে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। স্কটল্যান্ডের বিরুদ্ধে গতকাল ব্যাটারদের ব্যাটিং উন্নতি চোখে পড়েছে। আগের দুই ম্যাচের চেয়ে সাবলীল ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে। সর্বোচ্চ ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ৩৬ বলে ইনিংসটিতে ছিল ২টি চার। ওপেনার সুমাইয়া আক্তার সাজঘরে ফেরেন মাত্র শূন্য রানে। আফিয়া আশিমা ২১ রান করেন ১৯ বলে ১ চার ও এক ছক্কায়। উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস ২০ রান করেন ৩২ বলে এক চার ও এক ছক্কায়। ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৪ রান করেন ১২ বলে। স্কটিশদের পক্ষে ২টি করে উইকেট নেন নাইমা শেখ ও ওমেইসি ম্যাকেইরা। সুপার সিক্স খেলার সুযোগ ছিল স্কটল্যান্ডেরও। সেজন্য আইসিসি সহযোগী দেশটিকে জিততে হতো। ১২১ রানের টার্গেটে জয়ের মতোই খেলছিল। এক পর্যায়ে দলটির রান ছিল ২ উইকেটে ৬৯। অবশ্য ততক্ষণে ওভার খেলে ফেলে অনেক। তাই শেষ দিকে তাড়াহুড়া করে আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৩৪ রানে হারায় ৬ উইকেট। ম্যাচসেরা আনিসা আক্তার সোবার ঘূর্ণিতে ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১২০/৯, ২০ ওভার (সুবর্ণা ০, ছোঁয়া ১৪, জুয়াইরিয়া ২০, সাদিয়া ইসলাম ৬, আফিয়া ২১, জান্নাতুল ১, সুমাইয়া ২৮*, সাদিয়া ০, হাবিবা ৮, নিশিতা ১; ফন্টেনলা ৪-১-১৬-১, বল্ডি ৩-০-১৭-১, নাঈমা ৪-০-১৫-২, ম্যাককোল ৪-০-২৪-১, ম্যাকেইরা ৩-০-২৭-২, স্পিডি ২-০-১৮-০)।
স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ : ১০৩/৮, ২০ ওভার (কেলি ৮, ওয়ালসিংহ্যাম ১১, স্প্রাউল ৪৩, মুইর ২২, নাঈমা ১, বল্ডি ৪, ফন্টেনলা ১, স্পিডি ৫, ম্যাকেইরা ২*, ম্যাককোল ০*; নিশিতা ৪-০-৩০-১, ছোঁয়া ৪-০-১৭-০, আনিসা ৪-১-২৫-৪, জান্নাতুল ৪-০-১৩-০, হাবিবা ৪-০-১৬-১)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭ রানে জয়ী
ম্যাচসেরা : আনিসা আক্তার সোবা