পাকিস্তানের বিপক্ষে আজ চাপমুক্ত ক্রিকেট খেলতে পারতেন নিগার সুলতানারা। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার উচ্ছ্বাস নিয়ে মাঠে নামতে পারতেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরে চাপে পড়ে গেছেন নিগার, শারমিন, নাহিদারা। ক্যারিবীয় নারীদের বিপক্ষে হেরে গেলেও বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়ে গেছে। এজন্য পাকিস্তানের বিপক্ষে আজ জিততে হবে। জিতলেই কোনো সমীকরণের প্রয়োজন হবে না। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে স্বাগতিক পাকিস্তানকে হারালেই আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে আট জাতির বিশ্বকাপ খেলবে। এর মধ্যে টানা চার জয়ে বিশ্বকাপ চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান। যদি কোনো কারণে হেরে যায় নিগার বাহিনী, তাহলেও বিশ্বকাপের চূড়ান্ত খেলার সম্ভাবনা টিকে থাকবে নিগারদের। এজন্য অবশ্য রানরেটের সমীকরণের মারপ্যাঁচ সামনে চলে আসবে। নিগার বাহিনীর রানরেট এখন পাকিস্তানের পর ১.০৩৩। স্কটল্যান্ড গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে। যদি আইরিশ নারীদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পায়, তাহলে রানরেটে নিগারদের টপকে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ নারী দলেরও একই অবস্থা। থাইল্যান্ডের বিপক্ষে আকাশসমান ব্যবধানে জিততে হবে। ক্যারিবীয় নারীদের অপেক্ষায় থাকতে হবে নিগারদের বড় হারের।
গত ডিসেম্বরে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি খেলতেন নিগাররা। কিন্তু ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় ছয় জাতির বাছাইপর্ব খেলতে হচ্ছে। প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রেকর্ডের পর রেকর্ড গড়ে টানা তিন জয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের পথে এক পা দিয়েই রেখেছিল। শুধু ওয়েস্ট ইন্ডিজকে হারালেই হতো। ক্যারিবীয় নারীদের বিপক্ষে চাপ সামলে জিততে পারেনি।
ব্যাটিং ও ফিল্ডিংয়ে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছেন নারী দলের অধিনায়ক নিগার।
আগের ৩ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ২৩৫ রান করা নিগার ৫ রান করেন। বাংলাদেশের স্কোর ছিল ৯ উইকেটে ২২৭। শারমিন আক্তার সুপ্তা চার ম্যাচে তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে খেলেন ৬৭ রানের ইনিংস। ৪ ম্যাচে তার রান ২৪২। নিগারের রান ২৪০। ২২৮ রানের টার্গেট ছুড়েও পারেনি নিগার বাহিনী। নারী দলের বোলাররা চেষ্টা করেছেন। কিন্তু ক্যারিবীয় নারীদের জয় উপহার দেন চিনলে হেনরি ৪৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে।