বিজ্ঞানীরা বলছেন, চাঁদে অন্বেষণ করা এবং বসবাস করা আমাদের জন্য আগের ধারণার চেয়েও সহজ হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে বলে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
ইন্ডিপেনডেন্ট বলছে, গবেষণায় দেখা গেছে, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলজুড়ে পৃষ্ঠের ঠিক নীচের অংশে বরফ থাকতে পারে, যার পরিমাণ বিজ্ঞানীদের ধারণার চেয়েও বেশি। এই বরফ ব্যবহার করে তা পানিতে পরিণত করা গেলে চাঁদ অনুসন্ধান, এমনকি সেখানে বসবাসের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে চাঁদের ঠিক কতখানি অংশজুড়ে পানি থাকতে পারে তা এখনও স্পষ্ট নয়।
বরফ খুঁজে পাওয়ার সম্ভাবনার সঙ্গে যোগ রয়েছে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রার। তবে এর পৃষ্ঠের তাপমাত্রা সম্পর্কে পরিমাপ নেওয়া হয়েছিল ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র অ্যাপোলো মিশনের সময়।
গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’-এ। গবেকরা বলছেন, ওই সময় চাঁদের বিষুবরেখার কাছাকাছি অবতরণ করেছিল মহাকাশযানটি, যা আমরা চাঁদের যে অঞ্চলে অবতরণ করতে চাইছি সেখান থেকে অনেক দূরে। এমনকি সেইসব অঞ্চলে পৃষ্ঠের ঢাল চাঁদের তাপমাত্রাকে খুব বেশি প্রভাবিত করে না।
এখন ‘চ্যাস্টে’-এর থেকে নতুন পরিমাপ ব্যবহার করে চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা বের করেছেন গবেষকরা। ‘চ্যাস্টে’ হচ্ছে ‘চন্দ্রযান ৩’-এর ‘বিক্রম’ ল্যান্ডারের ওপর তাপমাত্রার অনুসন্ধান চালানো পরীক্ষা। ২০২৩ সালে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের প্রান্তে পৌঁছেছিল ল্যান্ডারটি।
এ অভিযানে চাঁদের পৃষ্ঠের ঢালু ও সমতল উভয় অংশই খতিয়ে দেখেন গবেষকরা। তারা বলছেন, এসব ঢালু ও সূর্যের বিপরীত দিকে মুখ করা অংশ চাঁদের পৃষ্ঠের কাছে বরফ জমানোর জন্য যথেষ্ট ঠাণ্ডা হতে পারে। এমন ধরনের জায়গা চাঁদে পাওয়া যেতে পারে, যেখানে চাঁদের পৃষ্ঠে অবতরণের পরিকল্পনা করছে নাসার আসন্ন আর্টেমিস মিশন। এ মিশনের মাধ্যমে ফের নভোচারী পাঠাতে চায় নাসা। সূত্র: ইন্ডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/নাজিম