টরন্টোর ড্যানফোর্থে সিলেট অঞ্চলের ‘ন্যায্য অধিকার’ প্রতিষ্ঠার দাবিতে সম্প্রতি এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সিলেটবাসীর প্রাণের দাবি’ স্লোগানে জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টোর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রবাসী সিলেটিদের পাশাপাশি টরন্টোবাসী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ নানান ক্ষেত্রে সিলেটের প্রতি দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদ জানান এবং দ্রুত ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানান।
সিলেটবাসীর পাঁচ দফা দাবি:
১. সিলেট-ঢাকা মহাসড়ক, রেলপথ ও বিমানসেবা উন্নত করে জনদুর্ভোগ কমাতে হবে।
২. ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের কাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
৩. ট্রেনের টিকিটের কালোবাজারি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে অতিরিক্ত ট্রেন চালু করতে হবে।
৪. বিমানের টিকিটের মূল্যে সিলেটবাসীর জন্য সমতা আনতে হবে।
৫. সকল শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে শিক্ষক নিয়োগ দিতে হবে এবং সিলেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে।
বক্তারা বলেন, ‘এই দাবিগুলো শুধু প্রবাসী সিলেটিদের নয়, সারা সিলেট অঞ্চলের মানুষের প্রাণের দাবি। অবকাঠামো, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে সিলেট এখনো অনেকটা পিছিয়ে আছে।’
মানববন্ধনে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দাবিসমূহ সম্বলিত একটি স্মারকলিপি বাংলাদেশের টরন্টোস্থ কনসাল জেনারেলের নিকট প্রদান করা হবে। পাশাপাশি, দাবিগুলো বাস্তবায়নে বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হবে।
বিডি প্রতিদিন/জামশেদ