বিএনপি ক্ষমতায় গেলে চাকরি ও প্রত্যেকে পরিবারের একজনের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে বলে মন্তব্য করেন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বুড়িরডাঙ্গার সরকার মার্কেটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
জুলফিকার আলী বলেন, মোংলা বন্দর, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল ও সুন্দরবনকে ঘিরে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি আপনাদের সার্বিক উন্নয়নেও পাশে থাকবো।
তিনি বলেন, এ সংসদীয় আসনে নারী ভোটারের সংখ্যা বেশি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নারীদেরকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফায় রূপরেখা দেওয়া রয়েছে।
এ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. আ. রাজ্জাক ও হিন্দু কমিউনিটি নেতা সুব্রত মজুমদার।
বিডি-প্রতিদিন/তানিয়া